দীর্ঘ প্রতিক্ষার পর তারাপুরে ফিরলো শতবর্ষী রাধা-মাধবের মূর্তি

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের তারাপুর চা বাগান মন্দিরের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত ২৯ বছর পর ফিরে পেয়েছেন রাধা মাধবের শতবর্ষী মূর্তি। শুক্রবার বেলা ১২টায় নগরীর কাজলশাহ এলাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) থেকে এ মূর্তি তারাপুর চা বাগানের রাধা কৃষ্ণ মন্দিরে প্রতিস্থাপন করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় এ মূর্তি পূর্বের স্থানে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। মূতি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। বেলা পৌনে ১টায় দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ পঙ্কজ কুমার গুপ্তর কাছে ১০২ বছর পূর্বের এ মূর্তি হস্তান্তর করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ গৌরাঙ্গ দাস ব্রক্ষচারী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।

ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ গৌরাঙ্গ দাস ব্রক্ষচারী বলেন, রাধা মাধবের সেবায় যদি কোন ত্রুটি থেকে থাকে তাহলে আমাদের ক্ষমা করবেন।
তারাপুর চা বাগানের সেবায়েত সূত্রে জানা গেছে, ১৯১৫ সালে তারাপুর চা বাগানের রাধা কৃষ্ণ মন্দিরে রাধা মাধবের এ মূর্তি পূজা করা হতো। এরপর দেশের সার্বিক পরিস্থিতির কারণে ১৯৮৮ সালে চা বাগানের সেবায়েত কাজলশাহ এলাকার তৎকালিন যুগলটিলা আখড়া কমিটির কাছে ২ বছরের জন্য মূর্তি সেবার দায়িত্ব দিয়ে যান। পরবর্তীতে ১৯৯৪ সালে যুগলটিলা আখড়ায় ইসকন মন্দির স্থাপিত হয় সে সময় থেকেই মূর্তি সেবার দায়িত্ব নেন ইসকন কর্তৃপক্ষ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AwGGSp

November 10, 2017 at 11:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top