জয়পুর, ৯ নভেম্বরঃ টি-২০ এমনই অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে ফেলল রাজস্থানের বাঁ-হাতি মিডিয়াম পেসার আকাশ চৌধুরী। ৪ ওভার করে নিলেন বিপক্ষের ১০ উইকেট। তাঁর বয়স মাত্র ১৫।
জয়পুরে অনুষ্ঠিত একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এই কীর্তি গড়েছে আকাশ। হতে পারে স্থানীয় টি-২০ ম্যাচ, তা সত্ত্বেও আকাশের কৃতিত্বে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। আকাশের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যেই মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায় প্রতিপক্ষ টিম। দিনের শেষে আকাশের বোলিং গড় এরকম- ৪-৪-০-১০!
বুধবার ওই টি-২০ ম্যাচে আগে ব্যাট করে আকাশের দল দিশা ক্রিকেট অ্যাকাডেমি ২০ ওভারে ১৫৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পার্ল অ্যাকাডেমির ইনিংস শেষ হয়ে যায় ৩৬ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও বেশ কয়েকজন বোলার কোনও রান না দিয়েই একাধিক উইকেট নিয়েছেন। কিন্তু কেউই দশ উইকেট নিতে পারেননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2m7xP6D
November 09, 2017 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন