সিলেট, ০৪ নভেম্বর- মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স বিপিএলের পঞ্চম আসরের নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে শুভ সূচনা করে। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে টপকে যায় রংপুর। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া রংপুর রাইডার্সকে ১৫৫ রানের টার্গেট দেয় রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলতে সক্ষম হয় ড্যারেন স্যামি-মুশফিকের দল। রাজশাহীর দুই ওপেনার লুক রাইট ১১ ও মুমিনুল হক ৯ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা রনি তালুকদার খেলেন ৪৭ রানের দারুণ এক ইনিংস। রংপুর দলপতি মাশরাফির বলে বোল্ড হওয়ার আগে তিনি ৩৮ বলে তিনটি চার আর দুটি ছক্কা হাঁকান। মুশফিকুর ফিরেন ৮ বলে ১১ রান করে। সামিত প্যাটেলও (৩) দ্রুত ফিরতে হয়। তবে ড্যারেন স্যামি ১৮ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২৯ রান। ফরহাদ রেজা রান আউট হয়ে ফেরার আগে কোনো রানই করতে পারেননি। জেমস ফ্রাঙ্কলিন ২২ বলে একটি করে চার ও ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন। আর ৫ বলে ১৫ রান করে শেষ বলে রানআউট হন মেহেদি হাসান মিরাজ। ফলে ১৫৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট পায় রংপুর। রংপুর দলপতি মাশরাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি মেডেনসহ এক উইকেট পেয়েছেন। ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট পান নাজমুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে দুটি উইকেট পান মালিঙ্গা। সোহাগ গাজী ১ ওভারে ৫ রান খরচায় নেন একটি উইকেট। থিসারা পেরেরা ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। রবি বোপারা ১ ওভারে ৯ রান খরচ করে কোনো উইকেট পাননি। ৪ ওভারে ৪৩ রান দিয়েও উইকেটের দেখা মেলেনি রুবেল হোসেনের। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের রবি বোপারা ২৩ বলে ৩৯ ও শ্রীলঙ্কান থিসারা পেরেরা ১২ বলে ২০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার আগে ১৫ রানের মধ্যে দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস (৯) ও বোপারার স্বদেশি অ্যাডাম লিথকে (০) হারানোর ধাক্কা সামলে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ মিথুন (৪৬) ও শাহরিয়ার নাফিস (৩৫)। ১টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস ও জেমস ফ্রাঙ্কলিন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h4WAeo
November 05, 2017 at 05:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top