ড্রয়ের পথে ভারত

কলকাতা, ১৯ নভেম্বরঃ আজ দিনের শেষে এক উইকেট হারিয়ে ১৭১ রান করল ভারত। ক্রীজে রয়েছেন লোকেশ রাহুল (৭৩) এবং চেতেশ্বর পূজারা (২)। তবে আলো কমে যাওয়ার কারণে আজ ১৫ মিনিট আগে খেলা বন্ধ করে দিতে হল।

এই ম্যাচে এখনও পর্যন্ত ভারত ৪৯ রানে এগিয়ে রয়েছে।

আজ ২৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তারা প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়েছিল। ভারতের হয়ে মহম্মদ শামি ৪টি এবং ভুবনেশ্বর কুমার ৪ উইকেট নিয়েছেন। উমেশ যাদব নেন জোড়া উইকেট। আজ ম্যাচের চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ৮ উইকেটে ২৬৩। সপ্তম উইকেটের পতনের পর প্রায় ১৫ ওভার ভারতীয় বোলারদের আক্রমণ সামলায় রঙ্গনা হেরাত ও দিলরুয়ান পেরেরার জুটি। এই জুটি ভাঙেন শামি। তিনি ফিরিয়ে দেন পেরেরারে। পেরেরা মাত্র ৫ রান করেন। হেরাতের সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় ৪৩ রান।
হাতে আর একদিন বাকি। আপাতত যা পরিস্থিতি, তাতে ম্যাচ যে ড্রয়ের দিকেই এগোচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, উইকেটের অবস্থা দেখে মনে হচ্ছে যত কম সময়ই হোক, লাঞ্চের আগে ভারতীয় দলকে অল আউট করতে পারবে না শ্রীলঙ্কা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yZ5h1e

November 19, 2017 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top