নির্বাচনের আগে কোনও রাস্তা ভাঙা থাকবে না-ওবায়দুল কাদের

সুরমা টাইমস ডেস্ক:: আগামী নির্বাচনের আগে কোনও রাস্তা ভাঙা থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১শে অক্টোবর) বিকালে রাজশাহী অঞ্চলের উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের রাজশাহী অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি আগামী প্রজন্মের জন্য। সব কাজ নির্বাচনের আগে শেষ হয় না বা হবে না। তাই বলে কি প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে না? নির্বাচনের জন্য কাজ বন্ধ থাকবে? এটা কোনও কথা হলো!’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রাজশাহী অঞ্চলের প্রার্থী পরিবর্তন হবে কি না, এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখনও কাউকে প্রার্থিতা দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কোনও সিগন্যাল দেইনি। এ ব্যাপারে নেত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনও প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করেনি।’

তিনি বলেন, ‘জোট থাকবে, যদি জোটের শরিকরা থাকেন। আর তারা যদি আমাদের সঙ্গে থাকতে না চান, তাহলেও তাদের স্বাগতম। রাজনীতির জায়গায় রাজনৈতিক জোট। যাদের সঙ্গে আমাদের জোট ছিল, তাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা অনেকটা এগিয়েছে।’

বিএনপি নির্বাচনে আসলে মহাজোটে জাতীয় পার্টিকে রাখার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোটে জাতীয় পার্টি থাকবে কি না, তা এই মুহূর্তে বলতে পারছি না। আর এরশাদ সাহেব কি সিদ্ধান্ত নিবেন, এটা তার দলের ব্যাপার। আমাদের পক্ষ থেকে জোট ভাঙার কোনও পরিকল্পনা নেই।’

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে গোটা বাঙালি জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়; পুরো বাঙালি জাতির। তার ভাষণকে স্বীকৃতি দেওয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেওয়া। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি বাঙালি রয়েছে। এই বাঙালিদের জন্য এটা একটা বিশাল অর্জন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জাতি হিসেবে এই স্বীকৃতি আমাদের পাওনা ছিল। এই অর্জনে আমরা গর্বিত, অগণিত মানুষ খুশি। ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের গ্রামে-গঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ প্রচার শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ‘পৃথিবীতে অনেক নেতাই ভাষণ দিয়েছেন। অনেকে দেখে দেখে বক্তব্য দিয়েছেন। অনেকে নোট নিয়ে ভাষণ দিয়েছেন। কিন্তু একাত্তরের উত্তাল মার্চে বঙ্গবন্ধু কোনও কিছুর সাহায্য ছাড়াই বক্তব্য দিয়েছেন। সেই ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে। সেই ভাষণ আজও বাঙালি জাতিকে প্রেরণা দেয়, উদ্দীপনা জাগায়।’

ওবায়দুল কাদের জানান, ইউনেস্কোর এই স্বীকৃতির কথা তিনি রাজশাহীতে আসার পথে বিমানবন্দরে শুনেছেন। এরপরই তিনি বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছেন। সেখানে এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে। শহর থেকে গ্রাম, সবখানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মতো কর্মসূচি গ্রহণ করা হবে।

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন দেওয়া হয়েছে, এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিষয়টি জানিনা। না জেনে কোনও প্রশ্নের জবাব দিতে পারবো না।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z20DAg

November 01, 2017 at 12:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top