শীতের আগমণে প্রথম তুষারপাত ভূ-স্বর্গে

জম্মু-কাশ্মীর, ১৬ নভেম্বরঃ কাশ্মীরের রাস্তায় সাদা রঙের প্রলেপ৷ হেমন্তের শেষে শীতের আগমণ যেন অন্য রূপ দিয়েছিল গোটা ভূ-স্বর্গকে৷ মঙ্গলবার ভোররাত থেকেই তুষার বৃষ্টি শুরু হল সোনমার্গে৷ দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির মধ্যে। সোনামার্গের রাস্তায় প্রায় ৩ ইঞ্চি বরফ জমেছে।

জম্মু-কাশ্মীরের আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে। আগামী আরও কয়েক দিনে গান্ডেরবল জেলার এই পর্যটনকেন্দ্রে তুষারপাত জারি থাকবে। তুষারাপাতের ধাক্কায় রাতের পারদ নেমেছে ২ ডিগ্রিতে। এই পরিস্থিতি চলতে থাকলে হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে তাপমাত্রা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hvAUrT

November 16, 2017 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top