সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট কর অঞ্চলের ব্যবস্থাপনায় সাতদিন ব্যাপী আয়কর মেলা নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে শুরু হয়েছে। বিভাগীয় পর্যায়ের এই মেলা শেষ হবে ৭ই নভেম্বর। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এবছর মেলা থেকে ৪০ কোটি টাকা আদায়ের টার্গেট ধরা হয়েছে।
বুধবার সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ আবু দাউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, মেট্রোপলিটন চেম্বার সভাপতি হাসিন আহমদ, উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত কাস্টমস কমিশনার নিয়াজুর রহমান এবং সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনার কাজল সিংহ জানান,মেলায় চারটি চত্বরে ২২টি বুথ রয়েছে। এগুলো হচ্ছে- হাছন রাজা, রাধারমন, দুর্বিনশাহ ও শাহ আব্দুল করিম চত্বর। এর বাইরে কাস্টমসের একটি বুথ এবং একটি মিডিয়া কর্নারও স্থাপন করা হয়েছে। তাছাড়া একটি সেলফি কর্নারও রয়েছে মেলা প্রাঙ্গনে।
গত বছর ‘ট্যাক্স উইথ টি‘ স্লোগান ছিল। এবার কর মেলায় স্লোগান হচ্ছে-‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’। এবার সেবা গ্রহীতাদের জন্য টেবিলে প্লেটে সাজিয়ে রাখা হবে চকলেট। নিজের ইচ্ছেমতো চকলেট নিতে পারবেন সেবাগ্রহীতারা। সেই সঙ্গে ‘আমি একজন গর্বিত করদাতা’ স্টীকার করদাতাদের গাড়ীতে লাগিয়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া মেলায় করদাতাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। করদাতারা এই কার্ড ব্যবহার করলে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।
এদিকে, জেলা পর্যায়ে ২রা থেকে ৫ই নভেম্বর মৌলভীবাজার ও সুনামগঞ্জে একযোগে মেলা চলবে। মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে মেলার আয়োজন করা হবে। এছাড়া ৪ থেকে ৭ নভেম্বর হবিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

তাছাড়া সিলেটের গোলাপগঞ্জ কর অফিসে ৫ই ও ৬ই নভেম্বর দু’দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২রা নভেম্বর হবিগঞ্জের মাধবপুর, ৪ঠা নভেম্বর সিলেটের বালাগঞ্জ ও ৬ই নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iRtq6E

November 01, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top