সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে চাঁদার দাবিতে একদল যুবক সিএনজি অটোরিকশা চালকদের উপর হামলা চালিয়েছে। এসময় আম্বরখানা স্ট্যান্ডের চেয়ারম্যান শ্রমিকনেতা আব্দুর রহমানকে তারা মারধোর করে। তারা তাকে প্রকাশ্যে স্টিলের পাইপ ও রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে অন্যান্য চালকরা এগিয়ে আসলে হামলাকারিরা দর্শন দেউড়ির দিকে পালিয়ে যায়।
শনিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে আম্বরখানা পয়েন্টে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
আহত শ্রমিকনেতা আব্দুর রহমান জানান- হামলাকারিদের তিনি চিনতে পারেননি। তারা ময়নূল নামে এক নেতার পরিচয় দিয়ে তার উপর হামলা চালিয়েছে। এর আগে কয়েকদিন ধরে তারা ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় এ হামলা চালানো হয়।
স্ট্যান্ডের মাস্টর মো. মুন্না মিয়া বলেন- তারা হামলাকারিদের চিনতে পারেননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন- আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠানো হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hJPboA
November 18, 2017 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন