রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

ইটাহার, ১০ নভেম্বরঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার ভোরে ইটাহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোটলু বাসতফি গ্রামের  বাসিন্দা বানিজউদ্দিন আহমেদ(৫০)কে তার পরিবার ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন। কিন্তু বানিজউদ্দিনের পরিবারের অভিযোগ, সে সময় স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার বা নার্স ছিল না। পরিবারের লোকের দাবি, ডাক্তার যতক্ষণে এসেছে ততক্ষণে মৃত্যু হয়েছে বানিজউদ্দিনের। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন এসে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর করে হাসপাতালের জিনিসপত্রও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। ইটাহারের বিডিও রাজু লামাও যান ঘটনাস্থলে। তবুও দফায় দফায় চলে বিক্ষোভ। দাবি, অভিযুক্ত ডাক্তার, নার্সদের বদলি ও শাস্তির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। মৃতের পরিবারের লোকজন ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ রাকেশ চক্রবর্তী বলেন, রোগী স্বাসকষ্ট জনিত সমস্য নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে অক্সিজেন দেওয়া হয়েছিল। এরপর রেফার করা হয়েছিল জেলা হাসপাতালে। কিন্তু রোগীর পরিবার তাঁকে নিয়ে যেতে দেরি করায়  মৃত্যু হয়েছে রোগীর। কি ধরণের ক্ষতি হয়েছে তা নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে বিষয়টি। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাকেশবাবু।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hr8cMH

November 10, 2017 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top