অটোয়া, ২৬ নভেম্বর- চটপটি, সমছা লাড্ডু। সবকটিই বাংলাদেশি অতি পরিচিত খাবার। আর এই খাবারগুলোর স্বাদ নিতে উৎসাহী হয়ে ওঠেন কূটনীতিকরা। কানাডার পররাষ্ট্রমন্ত্রনালয় আয়োজিত নবম আন্তর্জাতিক খাদ্যমেলায় এই দৃশ্যের সৃষ্টির হয়।গত বৃহস্পতিবার অটোয়ায় এই খাদ্য মেলা অনুষ্ঠিত হয়। অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমানের স্ত্রী নিশাত রহমানের নেতৃত্বে হাই কমিশনের একটি প্রতিধিদল এই মেলায় অংশ নেন। বাংলাদেশি স্টলে খাবার হিসেবে ছিলো লাড্ডু, সমছা, চিকেন সমছা, বিফ তেহারি, চটপটি আর লাড্ডু। সমবেত কূটনীতিক ও সরকারি কর্মকর্তাসহ অংশগ্রহনকারীরা বাংলাদেশি খাবারের স্বাদ নিতে ভিড় জমায়। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশি খাবার শেষ হয়ে যায়। সূত্র: নতুনদেশ ডটকম আর/১৭:১৪/২৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zrz4zX
November 27, 2017 at 12:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন