মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: ‘দ্রুত সময়ে, কম খরছে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে আসেন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহস্পতিবার পৃথকভাবে সিলেটের বিশ্বনাথে উপজেলার ৩টি ইউনিয়নে র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীগুলোতে উপজেলার সদর ইউনিয়নে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রামপাশা ইউনিয়নে আল-আযম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও লামাকাজী ইউনিয়নে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালীগুলো স্ব-স্ব ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়নে অনুষ্ঠিত র্যালী ও র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। এতে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ব্লাস্টের কো-অডিনেটর গীতা রাণী মোদক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।
র্যালীগুলোতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, সচিব বিজিত সরকার, ইউপি মেম্বার লাকী বেগম, করিমুন নেছা, লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, ইউপি মেম্বার চমক আলী, মকসুস আহমদ মিলন, সেবিকা নাথ, ফাতেমা বেগম, কলছুমা বেগম, রামাপাশা ইউপি মেম্বার আবুল খয়ের, শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ একে এম ছিফত আলী, সহকারী শিক্ষক রাসেল আহমদ, মাসুক মিয়া, কামাল মিয়া, গৌতম সাহা, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, সংগঠক শেখ মনির মিয়া, আলা উদ্দিন, সুহেল আহমদ তালুকদার, আরকুম আলী, ফয়ছল আহমদ, আবদুস সবুর, সেবুল মিয়া, রাজু চৌধুরী, ইউপি উদ্যোগক্তা শিবু কান্তি দাশ, সুরমান আলী সুমন, সীমা মালাকার, উপজেলার গ্রাম আদালত সহকারী রঞ্জিত মালাকার, মাজহারুল ইসলাম’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2B6nBpK
November 23, 2017 at 08:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন