লম্বা যানজটে মুশকিল আসান ফ্লাইং ট্যাক্সি!

লিসবন, ৯ নভেম্বরঃ ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকলে অধৈর্য তো হওয়ারই কথা। তবে এখন আর আপনার ধৈর্য্যের পরীক্ষা নেবে না ট্রাফিক জ্যাম। এবার থেকে আপনি অনায়াসেই গন্তব্যে পৌঁছতে পারবেন ফ্লাইং ট্যাক্সির মাধ্যমে। যা নাসার সহযোগীতায় উবের চালু করতে চলেছে। নাসার Unmanned Traffic Programme (UTM) এ যোগ দিয়েছে উবের।

আশা করা যাচ্ছে ২০২০ সালের মধ্যেই এই পরিসেবা চালু করা যাবে। তবে উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে, লস এঞ্জেলেসের রাস্তায় প্রথম এই ড্রিম প্রজেক্ট বাস্তবায়িত হবে। সংস্থার চিফ প্রোডাক্ট অফিসার জেফ হোল্ডেন বুধবার লিসবনে একটি ওয়েব সামিটে নতুন ফ্লাইং ট্যাক্সির একটি ১০০ সেকেন্ডের ভিডিও ডেমো প্রকাশ্যে এনেছেন। তাতে দেখা গিয়েছে বিমান এবং হেলিকপ্টারের থেকে একটু ছোট এই ফ্লাইং ট্যাক্সি। তার দুটি ডানা থাকছে। সেইসঙ্গে হেলিকপ্টরের মতো মাথার উপরে থাকছে পাখা। রুফটপ এয়ারপোর্ট থেকে সেগুলি ছাড়বে।

সড়ক পরিসেবার মাত্র তিনভাগের একভাগ সময় লাগবে এখানে। অত্যাধুনিক হলেও এর ভাড়া কমই রাখা হয়েছে। সড়ক পরিসেবায় উবেরের যা খরচ, তার কাছাকাছি খরচ হবে এই ফ্লাইং ট্যাক্সিতে।

প্রথম প্রথম এই ট্যাক্সিগুলোতে পাইলট থাকলেও পরে এগুলি স্বয়ংক্রিয়ভাবেই চলবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hXzZ44

November 09, 2017 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top