কলকাতা স্টেশন থেকে ধৃত ৩ সন্দেহভাজন আল কায়দা

কলকাতা, ২১ নভেম্বরঃ কলকাতা থেকে ধরা পড়ল তিন আল কায়দা জঙ্গি। শহরের বড়সড় মডিউল তৈরির ছক ছিল তাঁদের। ধৃতরা সামসেদ, রিজাউল এবং মনোতোষ দে। এদের মধ্যে সামসেদ ও রিজাউল বাংলাদেশ থেকে বোইনিভাবে ভারতে ঢুকেছিল। এছাড়া উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে ছিল অস্ত্র সরবরাহকারী। সামসেদ ও রিয়াজুল গত এক-দেড় বছর ধরে ভারতেই ছিল। কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা নেই তাদের কাছে।

এসটিএফের পক্ষ থেকে অভিযান চালিয়ে কলকাতা স্টেশন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কাছ থেকে খবর পেয়ে তল্লাশি শুরু করে এসটিএফ।

কলকাতা পুলিশের ডিসি মুরলিধর শর্মা জানান, ধৃতরা অস্ত্র দেখতে স্টেশন চত্বরে এসেছিল। তখনই তাদের পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় অত্যাধুনিক ওয়ানশাটার সহ একাধিক আগ্নেয়াস্ত্র। তাদের কাছে থেকে উদ্ধার হয় আল কায়েদা সম্পর্কিত বই। আলকায়েদার লিফলেটও পাওয়া যায় তাদের কাছ থেকে। মিলেছে ভুয়ো নামের আধার কার্ড, ভিসিটিং কার্ড। এনিয়ে চলছে তদন্ত। ধৃতদের সঙ্গে জঙ্গিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এসটিএফ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mNV2Lj

November 21, 2017 at 08:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top