গুজারাত ভোটের আগে টুইট করে ফের মোদিকে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ৫ নভেম্বরঃ আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তারই রেশ ধরে রেখে এদিন প্রধানমন্ত্রীকে চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন তিনি।

এদিন তিনি টুইট করে বলেন, ‘দামি গ্যাস, দামি রেশন, বন্ধ করুন ফাঁকা শাসন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করুন, চাকরি নিশ্চিত করুন, না হলে ছাড়ুন সিংহাসন।’

গুজরাত ভোটে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। ইতিমধ্যেই গুজরাত সফর করেছেন কংগ্রেস রাহুল। মোদির রাজ্যে বিজেপি-কে ধাক্কা দিতে কংগ্রেস পটেল, মুসলমান এবং তফসিলি জাতি-উপজাতির ভোট ঘরে তুলতে মরিয়া। এই লক্ষ্যপূরণে দলে টেনে নিয়েছেন হার্দিক পটেলকেও। বিমুদ্রাকরণ, জিএসটি, মূল্যবৃদ্ধি, বেকারি নিয়ে নিশানা করছেন কেন্দ্রের এনডিএ সরকারকে।

ট্যুইটের সঙ্গে রান্নার গ্যাস ও আরও নানা পণ্যের দাম বৃদ্ধি সংক্রান্ত সংবাদপত্রের রিপোর্টও জুড়ে দিয়েছেন তিনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j3Mcrr

November 05, 2017 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top