নগরীতে দোকান ভাঙচুর,ছাত্রদলের ১৩ নেতাকর্মী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর জিন্দাবাজারে দোকান ভাঙচুরের অভিযোগে ছাত্রদলের ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে আটককৃত ১৩ জন ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সিলেট মহনগরের কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।
ওই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতে হাজির করা হয়,আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আটককৃতরা সকলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত তবে পদবীধারি কোন নেতা আছে কিনা তা জানা যায়নি বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে ২০-২২ জনের মুখোশধারী সন্ত্রাসীরা জয়বাংলা শ্লোগান দিয়ে অস্ত্র নিয়ে জিন্দাবাজার এলাকায় প্রীতিরাজ রেষ্টুরেন্টের পাশের তিন/চারটি দোকান ভাঙচুর করে পালিয়ে যায়,এ ঘটনায় শাহপরান এলাকায় পুলিশ ব্যরিকেড দিয়ে ৬ টি মোটরসাইকেলসহ ১৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মাহিন আহমদ (২২), টিপু সুলতান (২০), শেখ খায়রুল ইসলাম (১৯), জুনেদ আহমদ (২০), পুজন দেব (২১), জহিরুল ইসলাম (১৯), লায়েক আহমদ (২৫), সোহেল রানা (২০), আদনান আহমদ (১৯), আব্দুল্লাহ (১৮), রাহি আহমদ (২০), তৌহিদুল ইসলাম (১৯), শাহরিয়ার (২০)।
ওসি বলেন, ত্রাস সৃষ্টির জন্যই ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছে। সিলেটে ছাত্রদলের অবস্থান জানান দিতেই তারা এ কান্ড ঘটিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yGcSFL

November 08, 2017 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top