শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ শিলিগুড়ি জংশন স্টেশনে কম্বল বিলির সময় বিজেপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ উঠল প্রধাননগর থানার পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, কম্বলের বিরুদ্ধে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ হওয়ায় তারা সেখানে গিয়েছিল। এই ধরণের অভিযোগ অবাস্তব ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শিলিগুড়ি জংশন স্টেশনে দুস্থদের মধ্যে কম্বল করতে আসেন বিজেপি-র রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, আলি হোসেন, রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী সহ জেলা নেতারা। সেই সময় বাধা দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পরে বিজেপি-র অনড় অবস্থানে পিছু হটে পুলিশ। বিজেপি-র নেতাদের অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা কর্মীদের হাত ধরে টানাটানি করেছে পুরুষ পুলিশকর্মীরা। প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা জিআরপি-র অনুমতি নয়েই কম্বল বিলি করছিলেন শাসকদলের নির্দেশে পুলিশ তাদের বাধা দিয়েছে। যদিও প্রধাননগর থানার এক পুলিশকর্তা জানান, অভিযোগ ছিল বলেই পুলিশ স্টেশনে গিয়েছিল। কম্বলের মধ্যে বিস্ফোরক ছিল বলে সন্দেহ হয়। বিস্ফোরণ হতে পারত। তাই পুলিশ সেখানে যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AbmMMY
November 26, 2017 at 11:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন