কলকাতা, ২৪ নভেম্বরঃ ডার্বিতে মাঠ ভরিয়ে দিতে রীতিমতো আধুনিক মনোভাব দেখাল শতাব্দী প্রাচীন ক্লাব। ডার্বি নিয়ে এদিন বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে বৈঠক করল মোহনবাগান কর্তৃপক্ষ। ডার্বির নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীই চেয়েছেন সবুজমেরুণ ক্লাব কর্তারা। বিশ্বকাপে ৬৬ হাজার দর্শক মাঠে এলেও এবারের ডার্বিতে ৭৮ হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আর টিকিট বিক্রি অনলাইনে করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে সবুজমেরুণ ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে নয়া দিল্লিতে কুয়াশার কারণে মিনার্ভা পাঞ্জাব ম্যাচ খেলতে যাওয়া মোহনবাগানকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।
এদিনই ইস্টবেঙ্গলও ডার্বি ম্যাচ নিয়ে একদফা সভা করে ফেলল। আসলে যুবভারতীর জট কেটে যাওয়ায় লালহলুদও চাঙ্গা। প্রথম ম্যাচ অর্থাত্ ইস্টবেঙ্গল আইজলের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রায় ২০ হাজার টিকিট বাজারে ছাড়বে। পাশাপাশি সদস্যরা সদস্যপত্র দেখিয়েই মাঠে ঢুকতে পারবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i24ZU4
November 24, 2017 at 03:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন