ময়নাগুড়ি, ২৫ নভেম্বরঃ রেল দপ্তর থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজধানী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকায়। আরপিএফ কর্মীদের আশ্বাসে অবরোধ ওঠে। এরপর রাজধানী এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে রওনা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ময়নাগুড়ি দুর্গাবাড়ি থেকে দেবীনগর পাড়া হয়ে উল্লাডাবড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সাড়ে চার কিলোমিটার রাস্তা তৈরি হয়। ফলে নিউ মাল থেকে চ্যাংরাবান্ধা পর্যন্ত রেল চলাচল শুরু হয়। ময়নাগুড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি রেল লাইনেরও কানেকটিং লাইন পাতা হয়। এই লাইন দিয়ে বর্তমানে সারাদিনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন এবং মাল ট্রেন চালানো হয়। এর ফলে কিছুদিন আগে উল্লাডাবড়ি এলাকায় প্রধান মন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তার ওপর খুঁটি গেড়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে রেল দপ্তর। ফলে এই পথ দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ।
এলাকাবাসীদের দাবি, রাস্তা বন্ধের ফলে উল্লাডাবড়ি এলাকার বাসিন্দাদের সদর শহর জলপাইগুড়ি যেতে ময়নাগুড়ি হয়ে প্রায় ১১ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। উল্লাডাবড়ি এলাকায় এই রেল পথের পাশে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাটি না আটকে সেখানে লেভেল ক্রসিং কিংবা উড়ালপুল তৈরির জন্য বারবার রেল দপ্তরের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এর প্রতিবাদেই এদিন এলাকার কয়েকশো মানুষ প্রতিবাদে শামিল হন।
এব্যাপারে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রনবজ্যোতি শর্মা জানান, পাঁচ মিনিট রাজধানী এক্সপ্রেস অবরোধ করা হয়। এলাকাবাসীদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের থেকে এমন কোনো প্রস্তাব রেলের কাছে আসেনি।
সংবাদদাতাঃ অভিরুপ দে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jX65Rx
November 25, 2017 at 07:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন