ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যা,আদালতে পাল্টা মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ খুনের ঘটনায় এবার নিহত মিয়াদের ভাইসহ আরোও ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামী করে মামলা করা হয়েছে। খুনের ঘটনায় অভিযুক্ত কারাগারে আটক তোফায়েল আহমদ ও ফখরুল ইসলামের পিতা মুহিবুর রহমান ময়না মিয়া এই মামলাটি দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। জকিগঞ্জের থানাবাজারের সেনাপতির চরের ময়না মিয়া। শাহপরাণ থানা সি.আর মামলা নম্বর-২৬৮।

মামলায় ১ নং আসামী করা হয়েছে নিহত মিয়াদের ভাই বালুচর শান্তিবাগের বাসিন্দা আকুল মিয়ার ছেলে রিয়াদকে (২২)। মামলার অন্য আসামীরা হলেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ চৌধুরী (৩০), শাহজালাল উপশহরের বাসিন্দা মুসলেহ উদ্দিন (২৫), জকিগঞ্জের সেনেশাহ গ্রামের ফুয়াদ আল আমীন (২৮), সোবহানিঘাট ৩৪/বি মৌবন বাসার বাসিন্দা তারেক আহমদ (২৪), গোপালটিলার বাসিন্দা মিঠু তালুকদার (২৫), শাহপরাণ থানাধীন চান্দুশাহ মাজারের পাশে কালাশাইল এলাকার বাসিন্দা হোসেন আহমদ (২৪), টুলটিকর এলাকার ফাইয়াদ আহমদ জামিল (২৬), কালাশাইলের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৩০), কনকপাল অরূপ (২৯), আলতাফ হোসেন মুরাদ (২৭), খাদিমপাড়া এলাকার আদিত্য ইসলাম সালমান (২৪), নবীগঞ্জের লামলির পাড় গ্রামের মতিউর রহমান চৌধুরী (২৬), জকিগঞ্জের গঙ্গাজলের ইমরান আহমদ (২৪), শাহপরাণ থানাধীন বুরুঙ্গী এলাকার সোহেল আহমদ ওরফে ভাঙাড়ি সোহেল সহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করা হয়েছে। আদালতের একটি বিশ্বস্ত সূত্র মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার বর্ণনায় ময়না মিয়া আদালতে মামলা দায়েরের কারণ হিসেবে উল্লেখ করেছেন- আসামীরা প্রভাবশালী হওয়ার কারণে শাহপরাণ থানা পুলিশ তার মামলাটি গ্রহণ করেনি। তাই তিনি আদালতে মামলা করেছেন।

এদিকে ছাত্রলীগকর্মী ওমর আলী মিয়াদ হত্যাকান্ডের পর গত ১৮ই অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছিলে। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ ১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন নিহতের পিতা মো. আকুল মিয়া। শাহপরাণ থানায় দায়েরকৃত মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয় । মামলা নং-০৬।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ই অক্টোবর বিকেল ৩ টার দিকে নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zpHgnZ

November 01, 2017 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top