কুমিল্লায় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ

সৌরভ মাহমুদ হারুন ● ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়- দুপুরে বুড়িচং উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের অধিবাসী আ: গনি মিয়ার ছেলে ও বুড়িচং আলহেরা মডার্ন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর বুকের ব্যাথা জনিত কারণে বুড়িচং হাসপাতালের জনৈক মেডিকেল অফিসারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন।

চিকিসানুযায়ী বৃহস্পতিবার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ এ্যাসিস্টেন্ট ওই রোগীকে ইনজেকশন প্রয়োগ করলে এর কিছুক্ষণ পরে সে ব্যাথায় অস্থির হয়ে উঠে এক পর্যায়ে সে মারা যায়। তার এ মারা যাওয়াকে কেন্দ্র করে আরাগ গ্রামের আলী আকবরের নিকটতম লোকেরা এসে হাসপাতালে ভাঙচুরের করে। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের মেইন গেইট লক করে দিয়ে রোগী দেখা বদ্ধ করে দেয়।

পরবর্তীতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহআলম, বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতি জিএমএন জাকারিয়া সহ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এসে বিষয়টি মীমাংসা করে।

এ নিয়ে মৃত আলী আকবরের পরিবারের পক্ষে থানায় জিডি করলে ও হাসপাতাল কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেননি। । অধিকন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ জানান- কোন ভুল চিকিৎসা নয়, হায়াত নেই তাই এক উসিলায় মারা গেছে। মৃত আলী আকবরের স্ত্রী ও ৪ কন্যা সন্তান রয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

The post কুমিল্লায় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zqNaF5

November 02, 2017 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top