আরও বড় ভূমিকম্প ২০১৮-এ, বলছেন বিজ্ঞানীরা

ওয়াশিংটন, ২০ নভেম্বরঃ ২০১৮ সালে আরও বড়ো ভূমিকম্প আসছে। এমনই বলছেন কলোরাডো ইউনিভার্সিটি এবং মন্তানা ইউনিভার্সিটির দুই গবেষক অধ্যাপক রজার বিলহ্যাম এবং রেবেকা বেনডিক। জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক সম্মেলনে তাঁরা যে পেপার পড়েছেন তাতেই তাঁারা জানিয়েছেন এমন তথ্য। রেবেকা-রজার তাঁদের গবেষণায় বলেছেন, ভূমিকম্পের সঙ্গে পৃথিবীর গতিবেগের গভীর সম্পর্ক আছে। তাঁরা দেখেছেন, পৃথিবীর গড় গতিবেগ কমে যায় ভূমিকম্পের সময়। তাই দিন ছোট হয় ওই সময়। আগামী বছরেও পৃথিবীর গড় গতিবেগ কমবে যাবে, ফলে ৭ বা তার থেকেও বেশি রিখটার ভূমিকম্পের কবলে পড়বে পৃথিবী।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z1hMJC

November 20, 2017 at 10:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top