গরুমারায় উদ্ধার গন্ডারের দেহ

লাটাগুড়ি, ৯ নভেম্বরঃ গরুমারা জাতীয় উদ্যানের ধুপঝোড়া বিটে উদ্ধার হল একটি  পুরুষ গন্ডারের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান অন্য গন্ডারের সঙ্গে সঙ্গিনী দখলের লড়াইয়েই মারা গিয়েছে মৃত গন্ডারটি। তবে এই ঘটনায় চোরাশিকারীদের হাত আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য এলাকায় গিয়েছে বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা। গরুমারা জাতীয় উদ্যানের ডিএফও নিশা গোস্বামী জানান, মৃত গণ্ডারটি পূর্ণবয়স্ক নয়। কিভাবে গন্ডারটির মৃত্যু হল খতিয়ে দেখা হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গন্ডারটির মৃত্যু হয়েছে সঙ্গিনী দখলের লড়াইতে। তবে ময়নাতদন্তে পরই গন্ডারটির  মৃত্যুর আসল কারন জানা যাবে। গন্ডারটির খর্গ অক্ষত আছে বলে তিনি জানান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hV1lrO

November 09, 2017 at 02:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top