লটারি ভিসা বন্ধ করতে উদ্যোগী ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ২ নভেম্বরঃ নিউ ইয়র্কে জঙ্গি হানার পরই বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গ্রিন কার্ড লটারি বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  কারণ হিসেবে তিনি বলেন, গ্রিন কার্ড লটারি ভিসার মাধ্যমে আমেরিকায় ঢোকে আইসিস আদর্শে বিশ্বাসী উজবেক সন্ত্রাসবাদী সইফুল্লো হাবিবুল্লাইভিক সাইপভ।

ট্রাম্প জানিয়েছেন, তাকে সম্ভবত গুয়ান্তানামো বে-তে পাঠাবেন তিনি।

তিনি বলেন, দ্রুত ডাইভারসিটি লটারি প্রোগ্রামকে নিষিদ্ধ করার কাজ শুরু করবেন। নিউ ইয়র্ক হামলা ঘটানো জঙ্গি সইফুল্লোর সঙ্গে আরও ২৩ জন ঢুকেছে আমেরিকায়। তিনি এদিন ওই সন্ত্রাসবাদীকে পশুর সঙ্গে তুলনা করে বলেন এদের অভিবাসন ঠেকাতে এই প্রথা বন্ধ করতেই হবে। কিউবায় মার্কিন সেনা কারাগার গুয়ান্তানামো বে-তে ওই হামলাকারীকে পাঠানো হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গোটা আমেরিকা মৃত ও আহতদের প্রতি সমব্যাথী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z7uOpQ

November 02, 2017 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top