প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখলো সিলেট সিক্সার্স

নিজস্ব প্রতিনিধি:: বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে নাসির হোসেনের কাঁধে। উদ্বোধনী ম্যাচে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করলেন তিনি। ব্যক্তিগতভাবে ভালো করার পাশাপাশি তার দলও পেল বড় জয়। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে নয় উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।

এদিন ব্যাটিংয়ে নামতে হয়নি নাসির হোসেনকে। কিন্তু বল হাতে দারুণ সফল তিনি। চার ওভার বল করে ২১ রান দিয়ে তিনি নেন দুইটি উইকেট। দুই ওপেনার মেহেদী মারুফ ও এভিন লিউইসকে সাজঘরে ফেরান সিলেট অধিনায়ক।

এদিন ম্যাচ শেষে নাসির হোসেন বলেন, ‘আমি খুশি। প্রথম ম্যাচটা জিতে ভালো লাগছে। আমাদের বোলাররা প্রথম ছয় ওভার ভালো বল করেছে। যার কারণে মোমেন্ট টা আমাদের দিকে ছিল। আমাদের পরিকল্পনা কাজ করেছে। আমাদের সমর্থন করার জন্য দর্শকদের ধন্যবাদ। আশা করি আপনারা প্রতিটি ম্যাচে আসবেন এবং আমাদের সমর্থন করবেন’।

আগামীকালও ম্যাচ রয়েছে সিলেট সিক্সার্সের। রবিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। একইদিন সন্ধ্যা সাতটায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hdfu6F

November 04, 2017 at 11:34PM
04 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top