নয়াদিল্লি, ৬ নভেম্বরঃ পানামা পেপার্সের দেড় বছর কাটতে না কাটতে ফের প্রকাশ্যে এল আর এক কেলেঙ্কারি। অ্যাপলবাই ফার্মের প্যারাডাইস পেপার্স বিশ্বের বহু বিত্তশালী ব্যক্তির গোপন সম্পদের তথ্য ফাঁস করল। দেখা গিয়েছে, গোটা বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তি কর ফাঁকি দিতে বিদেশে গোপনে সম্পত্তি কিনেছেন, বাদ পড়েননি ব্রিটেনের রানি, মার্কিন বাণিজ্য সচিব।
রয়েছে ৭১৪ জন ভারতীয়র নাম। ১৮০টি দেশের তথ্য এখানে রয়েছে, ভারত রয়েছে ১৯ নম্বরে। ভারতের মোট ৭১৪ জনের নাম রয়েছে এই প্যারাডাইস পেপার্সে। শুধু ভারত সংক্রান্তই ৬৬,০০০ ফাইল প্রকাশিত হয়েছে।
নতুন ফাঁস হওয়া এই পেপার্স-এ মোট ১ কোটি ৩৪ লক্ষ নথি রয়েছে। ভারতের বহু সংস্থার নামও রয়েছে সেখানে। অ্যাপলবাইয়ের ডেটাবেসে রয়েছে জিন্দাল স্টিল, অ্যাপোলো টায়ার্স, হ্যাভেলস, হিন্দুজা, ইমার এমজিএফ, ভিডিওকন, হিরানন্দানি গ্রুপ, ডিএস কনস্ট্রাকশনের মতো সংস্থা।
এর পাশাপাশি বিজয় মালিয়া, অমিতাভ বচ্চন, নীরা রাডিয়া, জয়ন্ত সিনহা, আরকে সিনহা সহ বেশ কিছু সেলেবস ও নেতা-মন্ত্রীদের নামও ফাঁস করেছে নতুন গোপন আর্থিক নীতি।
১১৯ বছরের পুরনো সংস্থা অ্যাপলবাইয়ের কাজ মূলত ব্যক্তি বা সংস্থাকে কর ফাঁকি দিতে সাহায্য করা এবং তাদের অ্যাকাউন্ট দেখভাল করা। এর জন্য কর ফাঁকির স্বর্গরাজ্যগুলিকে যথেচ্ছ ব্যবহার করে গোটা বিশ্বে অর্থ চালাচালি করা সংস্থাটি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hdNVdd
November 06, 2017 at 12:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন