অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হল মায়ানমার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ প্রবল আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিমকে ফিরিয়ে নিতে রাজি হল মায়ানমার সরকার। সেনা অভিযানের জেরে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে অন্তত ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অবশেষে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে চুক্তিতে ঘরছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। কূটনৈতিক জট কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি ও মায়ানমার সরকারের মন্ত্রী খিও তিন্ত সোয়ে এই চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তি অনুসারে আগামী ২ মাসের মধ্যে রোহিঙ্গারা ফিরতে শুরু করবে মায়ানমারে। রোহিঙ্গা ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে মায়ানমার সরকার। দেশটির সর্বোচ্চ নেত্রী আউং সান সু কির বিরুদ্ধে অভিযোগ, জঙ্গি হামলা রুখতে রাখাই প্রদেশ সেনা অভিযানের নামে গণহত্যায় মদত দিচ্ছেন নোবেল জয়ী নেত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jiib3t

November 23, 2017 at 05:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top