কলকাতা, ১৮ নভেম্বর- মুকুল রায়ের হাতে রাজনাথ সিংহের চিঠি। আর তাতেই মহা চাপে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন্দ্রের সেই চিঠি পেয়ে সত্যিই হাসি মুকুল রায়ের মুখে। বিজেপিতে যোগদানের পরে তৃণমূল কংগ্রেসের উপরে একের পর এক আক্রমণ শানাচ্ছেন মুকুল রায়। কিন্তু দলে থাকার সময়েই রাজ্য সরকারের বিরুদ্ধে তুলেছিলেন মারাত্মক অভিযোগ। এবার তা নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়ে মুকুলকে চিঠি দিল কেন্দ্র। সম্প্রতি দিল্লি হাইকোর্টে তাঁর ফোন ট্যাপ করার অভিযোগ তুলে রাজ্য পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন মুকুল রায়। সেই মামলায় পার্টি কেন্দ্রীয় সরকার তথা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকার সময়েই রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর গতিবিধির উপরে নজরদারির অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি দেন মুকুল রায়। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে অভিযোগ জানান। এবার সেই অভিযোগ গ্রহণ করে তা নিয়ে তদন্তের আশ্বাস দিল স্বরাষ্ট্রমন্ত্রক। মুকুলকে পাঠানো রাজনাথের চিঠি। ২৫ সেপ্টেম্বর দল ছাড়ার কথা ঘোষণা করলেও মুকুল রায় রাজ্যসভার সদস্য পদ ছাড়েন ১১ অক্টোবর। এর মধ্যেই ৩ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠান মুকুল। ১০ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকের জবাবি চিঠি পান মুকুল রায়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ-র সাক্ষর করা সেই চিঠিতে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তথ্যসূত্র: এবেলা আরএস/১০:১৪/ ১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hIkyQx
November 18, 2017 at 04:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top