উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সেনার নিয়ন্ত্রণে যেতে চলেছে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। সেদেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে সেনার গাড়ি। সূত্রের খবর, এই মুহুর্তে সেনার হাতে বন্দি সেদেশের প্রেসিডেন্ট মুগাবে। গ্রেফতার হয়ে চলেছেন মুগাবে ঘনিষ্ঠ একের পর এক মন্ত্রী তথা ব্যাক্তিত্ব। যাঁদের সেনা ‘অপরাধী’ বলে আখ্যা দিয়েছে।
আর থমথমে এই পরিস্থিতিতে জিম্বায়োরে টিভি চ্যানেলও দখলে এনে ফেলেছে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মুগাবে ও তাঁর পরিবার নিরাপদে রয়েছেন। আর মুগাবেকে ঘিরে যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদের গ্রেফতার করছে সেনা। খুব শিগগিরিই দেশে স্বাভাবিক পরিস্থিতি ফরবে বলে জানানো হয়েছে।
এদিকে বিবিসি সূত্রের খবর, দেসের রাজধানী হারারেতে বোমা বর্ষণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। মুগাবেকে সারেতে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে জিম্বাবোয়ে সেনা বলে খবর। মার্কিন দূতাবাসের তরফে জিম্বাবোয়ের মার্কিনিদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zLvyRz
November 16, 2017 at 02:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন