চলচ্চিত্র উত্‍সবে মুখ পুরল ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের

কলকাতা, ১৩ নভেম্বরঃ চলচ্চিত্র উত্‍সবের প্রথম দিনেই মুখ পুরল ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের। মাঝপথে বন্ধ হয়ে গেল ছবির প্রোজেকশন। ছবির নাম ‘পিউপা’। ইন্দ্রাশিস আচার্য পরিচালিত এই ছবিটি এ বারের ফেস্টিভ্যালের ইন্ডিয়ান ল্যাংগুয়েজ কম্পিটিশন বিভাগে টিকে থাকা একমাত্র বাংলা ছবি। কিছু ক্ষণ আগেই নিজের মাটিতে নিজের ঘরের দর্শকের সামনে ছবিটা দেখাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ছবির সাথে যুক্ত শিল্পীরা। কিন্তু এক ঘন্টার মধ্যেই পরিস্থিতি হয়ে উঠল লজ্জাজনক। দেশি-বিদেশি দর্শক, ডেলিগেট, গেস্ট, জুরি মেম্বার সকলের সামনে প্রথম দিনই মুখ পুড়ল কর্তৃপক্ষের। তারপর যদিও বেশ কিছুক্ষণ পরে ছবিটা আবার শুরু হয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তার কেটে গেছে ছবির আবহের। অর্ধেক দর্শক হল থেকে বেরিয়ে গিয়েছেন। জুরি বোর্ডের মেম্বাররা চলে গিয়েছেন। তাঁদের বক্তব্য, ‘এ ভাবে ছবি দেখা যায় না।’ আর এ রকম ঘটনা চলতে থাকলে টিমটিম করে টিকে থাকা বাংলা সিনেমা অচিরেই গভীর অন্ধকারে তলিয়ে যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ywcOEu

November 13, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top