কাঠমাণ্ডু, ২৬ নভেম্বরঃ নেপালে আজ ঐতিহাসিক নির্বাচন। জাতীয় ও প্রাদেশিক আইনসভা গুলির জন্য একযোগে ভোট নেওয়া হচ্ছে। আজ প্রথম দফায় উত্তর নেপালের বুথগুলিতে ভোটগ্রহণ চলছে। ৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় দক্ষিণ নেপালের বুথগুলিতে ভোট নেওয়া হবে। ১৯৯৯ সালে শেষ সংসদীয় নির্বাচনে অংশ নিয়েছিল হিমালয়ের কোলের এই ছোট্ট রাষ্ট্রটি। তারপর থেকে বারেবারে গৃহযুদ্ধে দীর্ণ হয়েছে এই রাষ্ট্র। মাঝে কার্যত মাওবাদীদের হাতে চলে যায় নেপাল। পরে অস্ত্র ছেড়ে গণতন্ত্রের ওপর আস্থা রাখে মাওবাদীরা। ২০০৮ সালে শেষ হয় রাজতন্ত্রের। কিন্তু তারপরেও নির্বাচন হয়নি নেপালে। নির্বাচন ঘিরে আপাতত সাজোসাজো রব নেপালে। প্রায় দেড় কোটি নেপালি নির্বাচনে অংশ নিচ্ছেন। তারাই ২৭৫ আসনের জাতীয় সংসদের সদস্যদের বেছে নেবেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নেপাল কংগ্রেস পার্টি ও ইউএমএল পার্টির মধ্যে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ayr04A

November 26, 2017 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top