বন্যপ্রাণীদের উত্যক্ত করতে অভিযুক্ত যশোপ্রকাশের বাড়িতে তল্লাশি চালাল বনদপ্তর

জলপাইগুড়ি, ১ ডিসেম্বরঃ জঙ্গলে ঢুকে বন্যপ্রাণীদের উত্যক্ত করা এবং তাদের ছবি তোলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জলপাইগুড়ি পুরসভার বাস্তুকার যশোপ্রকাশ দেবদাস। তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাল বনদপ্তর। বনদপ্তরের হেপাজতে থাকাকালীন শুক্রবার সকালে দু’দফায় যশোপ্রকাশবাবুর রায়কতপাড়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় বনদপ্তর। সকাল ১১ টা থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, বেশ কয়েকটি ক্যামেরা, সিডি ক্যাসেট, একটি পুরনো কম্পিউটারের সিপিইউ এদিন বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। তবে বাড়ির মূল কম্পিউটারের সিপিইউ এবং ড্রোন ক্যামেরা এদিন উদ্ধার হয়নি।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ বানারহাট লাগোয়া রেতির জঙ্গল থেকে বেরিয়ে আসা কারবেলা চা বাগানে হাতির দলকে উত্যক্ত করা এবং ছবি তোলার অভিযোগে বনদপ্তর যশোপ্রকাশ দেবদাস সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য বনদপ্তরের হেপাজতে রয়েছেন তিনি।

সংবাদদাতাঃ পুর্ণেন্দু সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AN3d0R

December 01, 2017 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top