রায়গঞ্জ, ২৭ ডিসেম্বরঃ অতিথি হিসেবে বাড়িতে ঢুকে পড়েছে একটি বাঁদর। বাড়ির মালিককে কোনরকম বিরক্ত না করেই পুজোর ঘর ও রান্নাঘর ঘুরে বারান্দায় এসে বসেছে। এমন দৃশ্যই দেখা গেল রায়গঞ্জ উত্তর কলেজ পাড়ার অলোকা সরকারের বাড়িতে।
বাড়ি মালিক অলোকাদেবী মুড়ি, কেক এবং লাড্ডু দিয়ে যত্নআত্তি করেন অতিথি বাঁদরের। মুড়ি এবং কেক খেলেও লাড্ডুগুলো ছুঁয়েও দেখেনি অতিথি। খাওয়া দাওয়ার পর অলোকা দেবী তার সামনে একটি বালিশ রেখে দেন। সেই বালিশেই মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে থাকে অতিথি বাঁদর। দীর্ঘক্ষণ বাড়িতে থাকলেও বাড়ির মালিকসহ এলাকার মানুষ কোনোভাবেই তাকে বিরক্ত করেননি। এই নতুন অতিথিকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ। গত কয়েকদিন ধরে এই বাঁদরটি রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গতকাল দুপুরে অলোকা দেবীর বাড়িতে ঢুকে পড়ে বাঁদরটি।
রায়গঞ্জ বিভাগের বনদপ্তরের আধিকারিকরা বলেন, তাদের কাছে বাঁদর ধরার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নেই। যদিও শিলিগুড়ির শুকনারেঞ্জের বন দপ্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাঁদরটিকে উদ্ধার করে শিলিগুড়ি সেবকে ছেড়ে দেওয়া হবে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zByDCk
December 27, 2017 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন