দূর থেকে সেই গানের কলি কানে এলেই মনে ছ্যাঁকা লাগে এখনও। ক্যায় ক্যারু হায়...কুছ কুছ হোতা হ্যায়...মুহূর্তে গানের দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। আপনার দেখা সেরা রোমান্টিক সিনেমাগুলির মধ্যে যে এটাও একটা, নিঃসন্দেহে এ কথা বলাই যায়। সে আপনি কাজলের ফ্যান হোন কিংবা শাখরুখ-রানির। করণ জোহরের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়। ১৯৯৮ সালে তরুণ-তরুণীদের মনে ঝড় তুলেছিল সে ছবি। ১৯ বছর পেরিয়ে গেলেও এখনও তার ক্যারিশ্মমা অগের মতই রয়েছে। কিন্তু এখনও আপনি জানেনই না এই সিনেমার নেপথ্যের বেশ কিছু থাকা বেশ কিছু ঘটনার কথা। এবার শাহরুখের মুখেই ফাঁস হল সেসব তথ্য, যার কিছুটা চমকপ্রদও বটে। রবিবার কিং খানের টেড টকস-এ গিয়েছিলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। তাঁর সঙ্গে কথোপকথনের মাঝেই উঠে আসে বেশ কিছু অজানা কথা। শো-তে শাহরুখ খান বলেছিলেন, ছবির নাম পছন্দ ছিল না জাভেদজির। তিনি এই ছবিতে কাজ করবেন না বলে ঠিকই করে ফেলেছিলেন। শাহরুখ বলছিলেন, একদিন জাভেদজি মারাত্মক রেগে গিয়ে বললেন, অব তো মেরা দিল, জাগে না সোতা হ্যায়, ক্যায় করু হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়...। নাও, এসবই তো তোমাদের পছন্দ। সেদিনের জাভেদজির রাগের বহিঃপ্রকাশেই তৈরি হল মাইলস্টোন। ঠিক হয়ে গেল রোম্যান্টিক ফিল্মগুলির শীর্ষ তালিকায় থাকা সিনেমার নাম। কোনও পরিকল্পনা ছিল না, আবেগ, ভাবাবেগ, কোনইকিছুই কাজ করেনি, কেবল রাগের বহিঃপ্রকাশেই তৈরি হল কুছ কুছ হোতা হ্যায় সিনেমার টাইটেল ট্র্যাক। এআর/১০:২৫/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2khQ5H6
December 19, 2017 at 04:23PM
19 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top