ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) কর্মসুচি উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সিভিল সার্জন কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহাঃ খায়রুল আতাতুর্কের, ইউনিসেফ’র পুষ্টিবিষয়ক জেলা প্রতিনিধি ডা. আবু সায়েম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন।
সভায় জানানো হয় আগামী ২৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ২৫৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ৮৭০ টি শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৭ হাজার ২০৪টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচি বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীসহ ২ হাজার ৮৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১২-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2CIDDa7

December 19, 2017 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top