অতিথির বিয়ের সারপ্রইজ শেরপা গ্রামে

মালবাজার, ১ ডিসেম্বরঃ বুধবার রাতে কলকাতার রাজারহাটের বাসিন্দা তরুণ চক্রবর্তী সেজেছিলেন শেরপাদের পোশাক ছুপা ও খেমজায়। স্ত্রী রিয়া গায়ে চাপিয়েছিলেন বক্কু ও পাংডেন। বাঙালি দম্পত্তিকে ঘিরে পাহাড়ি গ্রাম ঝান্ডি দেখল এক সম্পূর্ণ আলাদা ‘তেমতে’ অর্থাৎ বিয়ের অনুষ্ঠান। নবদম্পত্তি পাহাড়ে এসেছিলেন বন্ধু ওয়াংচেন শেরপার আহ্বানে। কিন্তু পাহাড়ি বন্ধু যে তাদের জন্যে এমন একটি সারপ্রাইজের বন্দোবস্ত করে রেখেছেন তা আগেভাগে কল্পনাই করেননি। সেই অনুষ্ঠানে শামিল হয়ে তাঁদের মন থেকে মুগ্ধতার রেশ সরতে নারাজ চিরতরে। তরুণ চক্রবর্তী ও রিয়া বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই রেজেস্ট্রি করে বিয়ে করেছেন। দুজনেই চাকরি করেন বেসরকারি সংস্থায়। কলকাতাতেই পরিচয় পাহারের বাসিন্দা ওয়াংচেন শেরপার সঙ্গে। ওয়াংচেন একটা সময় বেশ চুটিয়ে ফুটবল খেলতেন। পেশা হিসেবে একসময় গাড়ি চলানো শুরু করেন। সেই সুবাদেই বেশ কয়েক বছর হল পরিচয় তরুণদের সঙ্গে। মাস খানেক আগে রেজেস্ট্রি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন ওয়াংচেনও। তবে তরুণদের বিয়ের রেজেস্ট্রি পর্বে উপস্থিত হতে পারেননি তিনি। রিয়ারা যাতে পাহাড়ে ঘুরতে আসেন সেজন্য তাঁদের আমন্ত্রণ জানিয়েই রেখেছিলেন। কোথাও ঘুরতে যেতে তরুণদের মন আনচান করছিলই। ওয়াংচেনের কথা তাই আর তাঁরা ফেলতে পারেননি। বন্ধু অতনু বিশ্বাসকে নিয়ে ছুটিতে আসেন সম্প্রতি।

ওয়াংচেন ঝান্ডির অদূরে শেরপা গাঁওতে থাকেন। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির না হতে পারার দুঃখ মেটাতে নিজের জায়গাতেই বন্ধুর বিয়ের অনুষ্ঠানের বন্দোবস্ত করলেন। বাঙালি দম্পত্তিকে ঘিরে শীতের লাবণ্য মেখে পাহাড়ি গ্রামে উদ্ভাসিত হল। তোম্বাতে (বাঁশে রাখা পানীয়) চুমুক দিয়ে দম্পতি অনুষ্ঠানের অভিনবত্বে কোনো ত্রুটি রাখেননি। অন্য পর্যটকেরাও চুটিয়ে আনন্দ উপভোগ করলেন। অনুষ্ঠান গড়াল বেশ রাত পর্যন্ত। অভিভূত কলকাতার নবদম্পতি।

তরুণের কথায়, ‘অভূতপূর্ব অভিজ্ঞতা। দারুন আনন্দ করলাম।’ সোনম, দোরজে, ফিরোজরা বললেন, ‘পর্যটকরা আমাদের অতিথি। তাঁদের স্বাগত জানাতে আমরা সর্বদাই প্রস্তুত। তাই সবাইকে বলছি ‘ফিরি আউনু হোস (আবার আসবেন)।’ আর তরুণদের মুখে হাসি দেখে আশার আলে পর্যটন ব্যবসায়ীদের মুখে। এভাবে পাহাড়ে অভিনব বিয়ের অনুষ্ঠানে শক্তপোক্ত হবে এখানকার অর্থনীতির ভিত, মনে করছেন তাঁরা।

সংবাদদাতা- বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i6V0ZK

December 01, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top