নয়াদিল্লি, ১৩ ডিসেম্বরঃ কয়লা বণ্টন কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত। এছাড়াও প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোককুমার বসু এবং আরও একজনকে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের সাজা ঘোষণা করা হবে।
ঝাড়খণ্ডের রাজহারা উত্তর কয়লা ব্লকটি ভিআইএসইউএল-কে অবৈধভাবে বণ্টন করা হয়েছে বলে অভিযোগ ওঠে মধু কোড়া সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। সিবিআই জানিয়েছে, ২০০৭ সালের ৮ জানুয়ারি ভিআইএসইউএল ওই ব্লকের জন্য আবেদন করেছিল।
জানা গিয়েছে, ৩৬ তম স্ক্রিনিং কমিটিই ভিআইএসইউএল-কে কোল ব্লকের সুপারিশ করেছিল। সিবিআই-এর অভিযোগ, মধু কোড়া, অশোককুমার বসু এবং আরও দুই পাবলিক সার্ভেন্ট ভিআইএসইউএল-কে কোল ব্লক বণ্টন করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। যদিও অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AfTVX3
December 13, 2017 at 11:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন