সিলেটে বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে আওয়ামীলীগের কর্মসূচী

আগামীকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আগামীকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আগামী ১৬ই ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।-বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ynGwKT

December 13, 2017 at 10:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top