কলকাতা, ২৩ ডিসেম্বর- প্রতিবেশী বাংলাদেশকে আরো বিদ্যুৎ দিতে চায় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বর্তমানে বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে পরিণত হয়েছে। গত শুক্রবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) আয়োজিত ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করছে। আরও ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এদিন পার্ক সার্কাস ময়দানে ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ভারতীয় শিল্পোদ্যোগীদের বাংলাদেশে শিল্প স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিল্প গড়ার সব ধরণের পরিকাঠামো তৈরি রয়েছে। নানা সুবিধাও দিচ্ছে সরকার। শিল্পমন্ত্রী আরো বলেছেন, ঐতিহ্যবাহী শহর কলকাতায় এ অনুষ্ঠান আয়োজিত করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এই উদ্যোগের ফলে ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশসহ মেলায় অংশগ্রহণকারী দেশগুলির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করি। অনুষ্ঠানের আরেক অতিথি বুরুন্ডির রাষ্ট্রদূত স্টেলা বুদিরিগানিয়া তার দেশেও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আরও পড়ুন:বড়দিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি মমতার এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, বিএনসিসিআইয়ের সভাপতি বাণী রায়চৌধুরি, বিএনসিসিআইয়ের সহ সভাপতি সত্যম রায়চৌধুরী এবং ভারত সরকারের ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের (এনএসআইসি) ডিরেক্টর উদয় কুমার। এই শিল্প মেলা চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। মেলায় মোট ৮৯৯টি স্টল রয়েছে। পাকিস্তান ও চীনও মেলায় অংশ নিয়েছে। এআর/২১:৪০/২৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C2J7jd
December 24, 2017 at 03:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন