রাশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হল ২০১৮ ফুটবল বিশ্বকাপের ড্র

মস্কো, ২ ডিসেম্বরঃ ২০১৮ ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক ভাবে ডাকে কাঠি পরে গেল। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হল বিশ্বকাপের ড্র। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয় তুলনামূলক সহজ গ্রুপেই রয়েছে। রাশির গ্রুপে রয়েছে মিসর, উরুগুয়ে ও সৌদি আরব। এদিকে রাশিয়ার বিশ্বকাপের মূলপর্বে স্বস্তিতে লিওনেল মেসিও। তবে অস্বস্তি বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন। রোনাল্ডের থেকে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।

নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে রাখা হয়নি। আর ইউরোপ থেকে সর্বোচ্চ ২ টি দল ৬ টি গ্রুপে রাখা হয়।
বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিল। শেষ দল হিসেবে জায়গা করে নেয় পেরু। ৩২ দল মোট ৮ টি গ্রুপ ভাগ হয়ে লড়বে আগামী বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।

একনজরে দেখে নেওয়া যাক ২০১৮ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস-

গ্রুপ এঃ রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব।
গ্রুপ বিঃ পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো।
গ্রুপ সিঃ ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া।
গ্রুপ ডিঃ আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া।
গ্রুপ ইঃ ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
গ্রুপ এফঃ জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
গ্রুপ জিঃ বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা।
গ্রুপ এইচঃ পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BsjDrC

December 02, 2017 at 12:24PM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top