আগামীকাল সংসদে কুলভূষণ ইশ্যুতে বিবৃতি দেবে সরকার

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ কুলভূষণ যাদবের পরিবারের সঙ্গে পাকিস্তানে যে আচরণ করা হয়েছে, তা নিয়ে লোকসভায় আগামীকাল বিবৃতি দেবে সরকার। লোকসভায় জিরো আওয়ারে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

লোকসভায় আজ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, এআইএডিএমকে সহ বিভিন্ন দলের সাংসদরা পাকিস্তানে কুলভূষণের মা ও স্ত্রীকে হেনস্থার প্রতিবাদে সরব হন।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর পাকিস্তানের বিদেশমন্ত্রকে কুলভূষণের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন তাঁর মা ও স্ত্রী। তবে উভয়পক্ষের মাঝে ছিল কাচের দেওয়াল। কুলভূষণের স্ত্রী ও মাকে হেনস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। কুলভূষণের পরিবারের দাবি, তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাঁর স্ত্রী ও মায়ের মঙ্গলসূত্র, বালা ও টিপ খুলতে বাধ্য করা হয়। এমনকী কুলভূষণের স্ত্রীর জুতোও সন্দেহজনক মনে হওয়ায়, সেটি খুলতে বাধ্য করা হয়। পাকিস্তানের এই আচরণের নিন্দা করেছে ভারত।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2l62zlq

December 27, 2017 at 02:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top