ঢাকা, ২৪ ডিসেম্বর- মডেল অভিনেতা সিয়াম আহমেদ ব্যতিক্রমী সব কাজ দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। এই তারকা আবারও হাজির হচ্ছেন নতুনভাবে, ভিন্নধর্মী কাজ দিয়ে। বলা যায়, নতুন চমক নিয়ে আসছেন সিয়াম। এই কাজটি নিয়ে সিয়াম নিজেও বেশ উচ্ছ্বসিত। কী সেটি, যে জন্য এত মাতামাতি? আজ রোববার সিয়াম জানান, কাজটি হচ্ছে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড পার্টি ডান্স সং এর ভিডিও। যেটা এর আগে বাংলাদেশে হয়নি! আন্তর্জাতিক বাজারে এ ধরণের কাজ খুব জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এই কাজ এখনো দর্শকরা দেখেননি। সিয়াম যে গানে নেচেছেন সেই গানের শিরোনাম বন্ধু রে। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশদ্ভোূত আমেরিকা প্রবাসী শিল্পী মুজা। প্রযোজনা করছে কাইনেটিক মিউজিক এবং সার্বিক তত্ত্বাবধানে থাকছে মোশন রক। নির্মাণ করছেন পরাগ এবং ভাস্কর। এফডিসিতে গানের শুটিং শেষ হয়েছে গতকাল শনিবার। এখন সম্পাদনা শেষ করলেই গানটি প্রকাশ করা হবে। সিয়াম জানালেন, যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। চেষ্টা চলছে থার্টি ফার্স্ট উপলক্ষে গানটি প্রকাশ করার জন্য। তা যদি না হয়, তবে জানুয়ারিতে প্রকাশ হবে। আরও পড়ুন:হুমায়ূন আমাকে মিসরীয় রাজকন্যা বলে ডাকতেন : শাওন এর আগে সিয়ামকে কয়েকটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে। সেখান থেকে আবার বেশ কয়েকটি কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে। সিয়ামের উল্লেখযোগ্য মিউজিক ভিডিওয়ের মধ্যে রয়েছে শুধু তোমার জন্য, চল না সুজন, বিয়ান সাব, দেয়ালে দেয়ালে, মিথ্যে গল্প। এসব কাজ থেকে আন্ডারগ্রাউন্ড পার্টি ডান্স সংটি একেবারেই ভিন্ন ধারার কাজ বলে জানান তিনি। সিয়াম বলেন, এর আগে আমি এই ধরনের গান কিংবা নাচের সঙ্গে কাজ করিনি। এ গানে পারফর্ম করার জন্য যারা ছিলেন তাদের প্রত্যেককেই অডিশন দিয়ে বেছে নেয়া হয়েছে। প্রায় ২০০ জন পেশাদার ডান্সার থেকে অডিশন নিয়ে ২০ জনকে নির্বাচন করা হয়েছে। ভাবা যায়? আমাদের মিউজিক ভিডিওগুলোর ক্ষেত্রে এমনটা একেবারেই দেখা যায়না। আমি নিজেও পুরো দু-দিন ধরে রিহার্সেল দিয়ে শুটিং করেছি। এখানে আমার সহশিল্পী হিসেবে থাকছে হৃদি শেখ। এদিকে ক্যারিয়ারে প্রথমবার বড়পর্দায় চিত্রনায়ক হিসেবে কাজ করছেন সিয়াম। তার প্রথম ছবি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি পোড়ামন ২। রায়হান রাফির পরিচালনায় এই ছবিতে সিয়ামের নায়িকা পূজা চেরি। আরো রয়েছেন বাপ্পারাজ, ফলজুর রহমান বাবু। ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে তিনটি গানের শুটিং। সিয়াম বললেন, নতুন বছরের শুরুতেই গানের শুটিং হবে। তার ভাষ্য, পোড়ামন ২ ছবিটি কোনো নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য নির্মাণ করা হয়নি। ছবিটি বানানো হয়েছে সব বয়সের সিনেমাপ্রেমীদের জন্য। ছবিতে তার নায়িকা পূজা চেরি। সূত্র:জাগো নিউজ এমএ/০৯:০০/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pt5Tfj
December 25, 2017 at 03:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top