রায়গঞ্জ, ২৯ ডিসেম্বরঃ ‘দিদিমণিকে ‘পিসি’ বা ‘দিদি’ বলুন ঠিক আছে, ‘মা’ বলেছেন কি সর্বনাশ হয়েছে! গুরুং মমতাকে ‘মা’ বলেছিল, দেশ ছাড়া হয়েছে। ভারতী ঘোষ জঙ্গলমহলের ‘মা’ বলেছিল, চাকরি ছাড়তে হয়েছে। সেজন্য ‘মা’ বলবেন না।’ শুক্রবার রায়গঞ্জে বিজেপি-র জনসভায় এসে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবু আরও বলেন, ‘দিদিমণি পাপের প্রায়শ্চিত্ত করতে গঙ্গাসাগরে গিয়েছেন। দিদিমণির কথা এখন কেউই শুনছে না। দলের নেতারা শুনছে না। এমনকি পুলিশও শুনছে না। চালাকি ও ভয় দেখিয়ে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদিমণির এখন বজ্র আঁটুনি ফস্কা গেরোর মত অবস্থা হয়েছে। তাই তৃণমূলের কথা এখন কেউই শুনছে না। তৃণমূলের কথা শুনেই লোকের দুর্দশা। এখন বিজেপি কী বলছে মানুষ তাই শুনতে চাইছে।’
এদিকে, এইমস প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন একটা জায়গায় এইমস হোক। তাঁর প্রশ্ন, কল্যাণী অথবা কলকাতায় হাসপাতালের কী অভাব হয়েছে? বড় বড় বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে। সিপিএম, তৃণমূল এইমসের কথা বলে ভোট নিয়েছিল। আজ কেন কল্যাণী নিয়ে যাওয়া হচ্ছে? উত্তরবঙ্গেও অনেক ফাঁকা জমি রয়েছে। ভোট পাওয়ার ইচ্ছে থাকলেও কাজ করার ইচ্ছে নেই। তাই মানুষ আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BUZ4oA
December 29, 2017 at 08:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন