মস্কো, ০১ ডিসেম্বর- মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁর সঙ্গী রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া। ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে উঠবেন আরও আট সাবেক ফুটবলারআর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। এ ছাড়া দেশবিদেশের খ্যাতনামা ফুটবলাররা হাজির হয়েছেন অনুষ্ঠানে। শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চূড়ান্ত পর্বে গ্রুপ হবে মোট আটটি। ৩২টি দলকে চারটি আলাদা পাত্রে রাখা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের স্বাগতিক দলসহ র্যাঙ্কিং অনুসারে শীর্ষ ৮ দল থাকবে পট-১-এ। র্যাঙ্কিংয়ের পরবর্তী ৮ দল রয়েছে পট-২-এ। এভাবে পট-৩-এ আরও ৮টি এবং র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন ৮ দলকে রাখা হয়েছে পট-৪-এ। এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ : এ গ্রুপ : বি গ্রুপ : সি গ্রুপ : ডি গ্রুপ : ই গ্রুপ : এফ গ্রুপ : জি গ্রুপ : এইচ গ্রুপ :
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ax0Mii
December 02, 2017 at 03:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন