কলকাতা, ২৯ ডিসেম্বর- নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়। কিছু দিন আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল সাংসদের কথায়,মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রয়োজন শেষে সবাইকে ছুঁড়ে ফেলে দেন। মুকুলের আরও দাবি,শুধু ভারতীই নন,অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ইস্তফা নিয়ে জোর জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে। কেন ইস্তফা দিলেন ভারতী,এ নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য উঠে এসেছে। আরও পড়ুন: শ্বশুরবাড়ির সম্পত্তি খোয়ালেন মেয়র একটা অংশ দাবি করেছে,কম গুরুত্বপূর্ণ পদে ঠেলে দেওয়ায় অসন্তুষ্ট হয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভারতী। অন্য একটা অংশের মতে,রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীই নাকি ভারতীর বদলির পিছনে রয়েছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, বিজেপি তথা মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে ভারতীকে। গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। কিন্তু সেই পদে যোগ দেওয়ার আগেই তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেন ডিজি সুরজিত্ কর পুরকায়স্থকে। সূত্র: সমকাল আর/১০:১৪/২৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zPRN7m
December 30, 2017 at 05:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন