কলকাতা, ১১ ডিসেম্বর- আমাকে ছুঁয়ে দেখ। ইস্টার সানডেতে অলৌকিক পুনঃজন্মের পর অনুরাগীদের এই কথাই বলেছিলেন ক্রুসেড বিদ্ধ যীশু। ঈশ্বর ফিরে এসেছেন দেখে প্রথমে কারও বিশ্বাসই হয়নি। পরক্ষণেই মাদার মেরির সন্তান যীশু তাঁর অনুরাগীদের বলেছিলেন, বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখ... এই মিথ আজ আরও একবার যেন স্মরণ করিয়ে দিলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। বিধায়ক সুজিত বোসের পাড়ায় পা রেখেই দৃপ্ত কন্ঠে মারাদোনা বললেন, আমি ঈশ্বর নই, এক সধারণ ফুটবলার। ফুটবল ঈশ্বরের এই কথা শুনেই যেন আবেগে ভাসল ফুটবলের মক্কা কলকাতা। কথা ছিল পুজোর আগেই আসার। মহালয়ায় ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই মারাদোনার ছোঁয়া লাগবে ফুটবলে। দেবী আবাহনেই কলকাতায় হবে মারাদোনা উদয়। না তা হয়নি। দেরি হতে হতে অবশেষে তিনি এলেন, দেখলেন এবং প্রত্যাশিতভাবেই জয় করলেন ডিসেম্বরের শুরুতে। বড়দিনের আগে কলকাতায় এসে ফুটবল জনতাকে আনন্দোৎসবে ভাসিয়ে দিলেন দিয়েগো। ২০০৮ সালের পর ২০১৭, এক দশকের মাথায় কলকাতায় এসে খুশি ফুটবলের ঈশ্বরও। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে উত্তরীয় আর মিষ্টি দিয়ে আপ্যায়িত হয়ে মারাদোনা বললেন, আবারও কলকাতায় আসতে পেরে আমি আনন্দিত। ১২ ডিসেম্বর একটি চ্যারিটি ম্যাচে ফের ফুটবলে পা ছোঁয়াতে দেখা যাবে তাঁকে। ওই ম্যাচে মারাদোনার দলের বিরুদ্ধে মাঠে দেখা যাবে প্রিন্স অব কলকাতাকেও। সৌরভ গাঙ্গুলি বনাম দিয়েগো মারাদোনা-এই ম্যাচ শতকে একটা হয়। আর তার সাক্ষ্মী থাকতে আকাশছোঁয়া চাহিদাও রয়েছে ফুটবল ফ্যানদের মধ্যে। উল্লেখ্য, আজ শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্যোগে ১১ জন ক্যানসার আক্রান্ত রোগীর জন্য সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন মারাদোনা। একই সঙ্গে এদিন বিধায়ক সুজিত বোসের উদ্যোগেই শ্রীভূমিতে নিজের একটি মূর্তি উন্মোচনও করেন তিনি। কলকাতা যে তাঁর বিশ্বজয়ের অতীতকে অমর করে রেখেছে তা ভাল করেই জানেন ফুটবলের এই কিংবদন্তি। সেই কথা মাথায় রেখেই কলকাতার ফুটবল প্রেমীদের উদ্দেশে মারাদোনার মন্তব্য, ফুটবল নিয়ে এখানে বরাবরই উন্মাদনা রয়েছে। এই প্রজন্মের ফুটবল ফ্যান যারা প্রেম ভালবাসায় ফুটবলকে ছড়িয়ে দিচ্ছেন আরও বেশি মানুষের মধ্যে আমি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে অতি উৎসাহী। সূত্র: জিনিউজ আর/১০:১৪/১১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C4gcIW
December 12, 2017 at 05:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন