সৌদিতে ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত

সুরমা টাইমস ডেস্ক:: সৌদি আরবের আল খারিজ নামক স্থানে ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে অন্য গাড়ির ধাক্কায় মাঈন উদ্দিন শাহ আলম (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হাজী শাহ আলমের ছেলে। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ খবর নিহতের বাড়িতে আসার পর গতকাল বৃহস্পতিবার দিনভর এলাকার লোকজন শোকাহত মাঈন উদ্দিনের বাড়িতে ভিড় জমায় এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানায়।

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, নিহত মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। তিনি সৌদি আরবের রিয়াদ শহর থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী আল খারিজ নামক স্থানে ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানে একদল ছিনতাইকারী হানা দেয়। ছিনতাইকারীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় মাঈন উদ্দিন তাদের পিছু ধাওয়া করে হাইওয়ে রাস্তায় গেলে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন বুধবার রাতে নিহতের খালাতো ভাই সুমন মোবাইল ফোনে ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানান।

এতে নিহতের স্ত্রী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং বৃহস্পতিবার দিনভর এলাকার লোকজন নিহত মাঈন উদ্দিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i6cPbz

December 02, 2017 at 01:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top