বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর জানাযায় মানুষের ঢল

7855মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রজব আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ আসর মরুহমের জানাযার নামাজ স্থানীয় কাবিলপুর জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে মানুষের ঢল নামে। শেষ বারের মতো একনজর তাকে দেখতে সকাল থেকে মরহুমের বাড়িতে জনতার উপস্থিতি ছিল লক্ষনীয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন উপজেলার সিংগেরকাছ মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আবদুল হান্নান।
জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল আবু জাফর মো. নোমান, সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, কামাল বাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল একেএম মনোওর আলী, বিশ্বনাথ আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, আওয়ামী লীগ নেতা পীর লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ, জেলা বিএনপির সদস্ জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দনহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি রজব আলী (৬১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.রাজিউন)। আজ শুক্রবার সকাল ৭টায় তিনি উপজেলার কাবিলপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিকস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AFhbRz

December 08, 2017 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top