ঢাকা, ১৮ ডিসেম্বর- আগামী বুধবার (২০ ডিসেম্বর) থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা। ছয় বছর পর এনসিএলর শেষ ও ষষ্ঠ রাউন্ডে খেলবেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এবার তিনি ঢাকা মেট্রোর হয়ে মাঠে দ্যুতি ছড়াবেন। ২০১১ সালে শেষবারের মত জাতীয় ক্রিকেট লিগে খেলেছিলেন তাসকিন। এরপর থেকে এই আসরে আর খেলা হয়ে ওঠেনি ডানহাতি এ ফাস্ট বোলারের। এতোদিন নানা ধরনের সমস্যার কারণে এনসিএলে খেলতে পারেননি বলে জানান তাসকিন। এতদিন এনসিএলে খেলতে না পারার কারণ হিসেবে ডানহাতি এ ফাস্ট বোলার ব্রেকিংনিউজকে বলেন, আমার হাঁটুর ইনজুরির কারণে গত দেড় বছর মূলত খেলার সুযোগ পাইনি। তাছাড়াও জাতীয় দলের খেলা থাকার কারণেও খেলতে পারিনি। আমি শেষ চার দিনের ম্যাচ খেলেছিলাম ২০১১ সালের শেষের দিকে। গোলাপী বলে ডে-নাইট ম্যাচের যে ফাইনালটি সেবার হয়েছিল। চার দিনের ম্যাচের এই ঘরোয়া লিগটাকে দারুণ মিসও করতেন জাতীয় দলের ডানহাতি এ পেসার। তার কথায়, আমি ঘরোয়া ক্রিকেটটা খুব মিস করতাম। তাই সব সময় চেয়েছি ঘিরোয়া ক্রিকেটে (এনসিএলে) দ্রুত ফিরতে। যদি আমার ইনজুরি না থাকে, কিংবা ওই সময়টাতে যদি জাতীয় দলের খেলা না থাকে তাহলে এবারও নিয়মিতভাবে এনসিএলে খেলতে চাই। সূত্র: ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/ ০৭:৫২/ ১৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D3szWf
December 19, 2017 at 01:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top