কলকাতা, ০৫ ডিসেম্বর- ২৪ ঘন্টা কাটতে না কাটতে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন নানুরের দুই তৃণমূল নেতা। নতুন করে তৃণমূলে ফিরে যাওয়াতে ওই অঞ্চলে ফের শক্তি বাড়ল তৃণমূলে। নানুর বিধানসভার দাসকল গ্রামের যুব সভাপতি সমরেন্দ্র নাথ পাঠক এবং প্রনব কুমার মন্ডল,দাসকল গ্রামে ১নং পঞ্চায়েতের উপপ্রধান, গত রবিবার কলকাতা গিয়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়ের উপস্থিতিতে। সূত্রের খবর মুকুল রায়ের বিজেপিতে যোগ দানের পরেই বীরভূমের বেশ কিছু তৃণমূল সমর্থক গেরুয়া শিবিরে যোগ দান করেন। যেদিন কলকাতায় মুকুল রায় জনসভা করেন সেই দিনই সাঁইথিয়ার কাউন্সিলার শান্তনু রায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দান করেন তাঁরা। শুধু তাই নয়, তলায় তলায় বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল কর্মীরা এই অভিযোগও ওঠে। যদিও এই অভিযোগের পরেই নানুরের দুই নেতার বিজেপিতে যোগ আরও সেই অভিযোগকে মান্যতা দেয়। যদিও ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের সোমবার সন্ধ্যায় বোলপুরের তৃণমূল পাটি অফিসে অনুব্রত মণ্ডলের হাত ধরে আবার তৃণমূলে যোগ দিলেন এই দুই নেতা। এদিন দলবদল নিয়ে তারা বলেন ভুল করে চলে গিয়েছিলাম। তাই আবার ভুল বুঝতে পেরে আগের দলেই ফিরে এলাম। অণুব্রত মণ্ডলের উপর আস্থা রেখে আমরা ফের তৃণমূলেই যোগদান করলাম। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২০:১৫/০৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jRIWwe
December 06, 2017 at 02:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top