নয়াদিল্লি, ৩০ ডিসেম্বরঃ গতকাল মুম্বইয়ের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার নড়ে চড়ে বসছে প্রশাসন। সামনে আসছে বিভিন্ন তথ্য। রাজধানী দিল্লিতে যে ৫ হাজার রেস্তোরাঁ রয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র ৪০০টিতে রয়েছে ফায়ার সেফটি পারমিট। আর বাকিরা মিথ্যে বড়াই করছে।
নিয়ম অনুযায়ী, ৫০টির কম আসনযুক্ত রেস্তোরাঁয় ফায়ার ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়না। তাই লাইসেন্স নেওয়ার সময়ে ৫০ এর কম সংখ্যক আসন দেখিয়ে লাইসেন্স নিয়ে পরে আসন সংখ্যা বাড়ানো হয়। এমনকী, পুরনিগমের আধিকারিকেরাও এই অনিয়মের কথা স্বীকার করেছেন। কর্মীর সংখ্যা কম থাকায় রেস্তোরাঁয় গিয়ে সবসময় চেকিং করা সম্ভব হয়না।
এছাড়া দিল্লির খান মার্কেট বা হজ খাস ভিলেজের মত জায়গায় বেশিরভাগ বহুতলগুলির অবস্থা ভগ্নপ্রায় এবং পুরোনো। নেই অগ্নিনির্বাপনের সঠিক ব্যবস্থা। এড়িয়ে যাওয়া হচ্ছে রেস্তোরাঁয় খেতে আসা মানুষদের নিরাপত্তা। শুধু দিল্লি বা মুম্বই নয়। প্রত্যেকটি শহরেরই এমন অবস্থা। প্রশ্নের মুখে রেস্তোরাঁয় খেতে আসা মানুষদের জীবন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lvTwtk
December 30, 2017 at 01:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন